নড়াইলে আলকুবা আদর্শ বিদ্যালয়ের বই বিতরণ উৎসব 

প্রকাশিত: ০২ জানুয়ারী, ২০২৪ ১০:৩৫:১৬ || পরিবর্তিত: ০২ জানুয়ারী, ২০২৪ ১০:৩৫:১৬

নড়াইলে আলকুবা আদর্শ বিদ্যালয়ের বই বিতরণ উৎসব 

নড়াইল প্রতিনিধি: নড়াইলে আলকুবা আদর্শ রেজিঃ বিদ্যালয়ের উদ্যোগে বই বিতরণ আনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।  নতুন বছরে নতুন বই পেয়ে শিক্ষার্থীরা উচ্ছাস প্রকাশ করেন।

গতকাল (১ জানুয়ারী) সোমবার বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

উক্ত অনুষ্ঠানে সহকারী শিক্ষক মো: সালাউদ্দিনের সঞ্চালনায়, প্রথমে কুরআন তেলাওয়াত করেন ৫ম শ্রেনীর ছাত্র ইসমাইল সরদার, ইসলামী সংগিত পরিবেশন করেন বিদ্যালের সহকারী শিক্ষক মো: সবুজ সুলতান এবং ৩য় শ্রেনীর ছাত্রী সুমাইয়া আক্তার।ছড়া আবৃতি করেন ১ম শ্রেনীর ছাত্রী কানিজ ফাতেমা।

এসময় বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: হমায়েতুল হক হিমু। তিনি বলেন, বর্তমানে শিক্ষার্থীদের আধুনিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষার গুরুত্ব অনেক বেশি। আমরা আমাদের ছাত্র-ছাত্রীদেরকে সেই শিক্ষার মাধ্যমে দিয়ে গড়ে তুলতে চাই। বছরের প্রথম দিনেই সকল শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া হয়েছে। আজকের শিশুরা শিক্ষা গ্রহন করে আগামী দিনে দেশ এবং জাতি উন্নয়নে ভুমিকা রাখতে পারে সেদিকে সবার খেয়াল রাখতে হবে।

এসময় আরও উপস্থিত ছিলেন, সহকারী প্রধান শিক্ষিকা তানিয়া সুলতানা, সহকারী শিক্ষক-শিক্ষিকাবৃন্দ সুমন হুসাইন, মুসলিমা খাতুন, আফরোজা বানু, নাসরিন সুলতানা, আফরোজা আরা মুক্তাসহ অবিভাবকমন্ডলি এবং ছাত্র-ছাত্রীরা।


প্রজন্মনিউজ২৪/এসআই

 

এ সম্পর্কিত খবর

চতুর্থবারের মতো বাড়ল হিট অ্যালার্টের সময়সীমা

কক্সবাজারে পরিবহন ধর্মঘট, ভোগান্তিতে পর্যটকসহ সাধারণ মানুষ

ইউনিভার্সিটিতে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

ভর্তি পরীক্ষার্থীদের মাঝে হাবিপ্রবি সমকাল সুহৃদের শরবত বিতরণ

কক্সবাজারে পরিবেশ ও প্রকৃতি সুরক্ষায় লিফলেট বিতরণ

স্যামসনের নেতৃত্বে আইপিএলে উড়ছে রাজস্থান

খুলনার নর্দান ইউনিভার্সিটিতে টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটির পরিদর্শন এবং "সেন্টার অব এক্সিলেন্স" এর উদ্বোধন

পবিপ্রবি ও ভারতের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা চুক্তি

খুলনা হাতপাখা ও ঠান্ডা পানি পেয়ে স্বস্তিতে শ্রমিকরা

বশেমুরবিপ্রবিতে গুচ্ছভুক্ত ‘এ' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ